-->
Showing posts with label bangla kobita. Show all posts
Showing posts with label bangla kobita. Show all posts

Saturday, May 16, 2015

মলয় রায় চৌধুরী - এর কবিতা

নেই কিন্তু ছিল
সেই লাল ল্যাঙোট দুদিক থেকে ফিতে দিয়ে কোমরে বাঁধা
আর সামনে দিকে লম্বা পাড় লাল নীল হ্লুদ সবুজ যে রঙ চাই
লিঙ্গকে বেকাবু হওয়া থেকে বাঁচাবার জন্য
লম্বাআআআআ খোলের ভেতর ভাঁজ-ভাঁজ টাকা
টাকাগুলো ঠেশে কুঁচকির মাঝে
যাতে অন্য লোকেরা মনে করে
উরিব্বাপ কোন পাড়ার চাঁদু
কী সাইজ রে
আসলে নেই -- লিঙ্গই নেই লোক্তার সিনেমার লাইনে
মারামারি করতে হবে আলিয়া ভাটকে পর্দায় পেতে
গায়ে সর্ষের তেল মেখে ভিরে সেঁদিয়ে যাবার পেছল--
দাদা এটা আলিয়া ভাটের ফিল্ম নয়-- কারিনা কাপুরের--
তো কী হয়েছে, যাঁহা আলিয়া তাঁহা কারিনা, তারা তো পর্দায়--
আসলে তো ল্যাঙোট রয়েছে ডোডোপাখি
ভয় পেতে হলে ডায়নোসর, লম্বাআআআআ গলা
ঠেকাবেন কি করে, কী আর করা যাবে বলুন !
ফসিল তো আছে! লাল ল্যাঙোটের জীবাশ্ম !

*সাহিত্যের ছোট কাগজ "বিরোধ"  ফেব্রুয়ারী ২০১৫ এ প্রকাশিত
















https://www.onlinecasino.us/let-it-ride/

Friday, May 15, 2015

সতেজ মাসুদ এর কবিতা

ছক
নজরেই ওয়াজিব করেছো ভালবাসা,
জলে তেলে ধয়া তরুণি তুমি
আআকে টানো আয়নিক বন্ধনের ন্যায়।

জিন্স অ টি-শার্টের স্টিচগুলো খুলে যায় ক'রে স্মার্ট হও
দর্শন করেছি, তুমি ছলচাতুরি জিপার দিয়ে আটকে রাখো
অত্যাধুনিক মেয়ে হয়েও তোমার
ঠোঁট ফসকে বের হয় না লকলকে নয়ছয় হাসি ।

সুলুক্সন্ধানঃ মোমের মতো গলতে চাও বলে আগুন খুঁজছো...

* রবিউল আলম অশ্রু সম্পাদিত এক ফর্মার ফ্যান্টাসি "চাক" এর ১ম বর্ষ প্রথম সংখ্যা ফেব্রুয়ারি ২০১৫ এ প্রকাশি

Friday, May 1, 2015

চন্দন কৃষ্ণ পাল এর ছড়া

চ ন্দ ন কৃ ষ্ণ পা ল
তার ইচ্ছে


তার ইচ্ছেতেই সব কিছু হয়, হবে-
তার ইচ্ছেতেই সবাই কথা কবে।
তার ইচ্ছেটাই আইন
না মানলে ফাইন।
ফাইন মানে সেনার হাতে ধরা
ফাইন মানে পিটুন খেয়ে মরা।

( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )

Thursday, April 30, 2015

ফকরুল আহসান এর কবিতা

ফ ক রু ল আ হ সা ন
ক্ষমা প্রার্থনার কোন ভাষা

পাখি সব ঝরে গেছে, ফুলগুলি উড়ছে বাতাসে।
জলস্রোতে পাথরের পথ, বাষ্পীভূত সকল সঙ্গীত।

মনদেহ নিঃশব্দে বৃক্ষের মতো দাঁড়িয়ে
আর্তনাদ ভেসে আসে বহুদূরে উড়ন্ত পাখিদের।

বৃক্ষ ও পাখিদের কেউ নেই, পুষ্পগুচ্ছেও
ক্ষমা প্রার্থনার ভাষা নেই, আশা নেই।

( শিল্প চিন্তার ছোট কাগজ "বিবর" ৬ষ্ঠ বর্ষ ৪র্থ সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৪ এ প্রকাশিত )

Tuesday, April 28, 2015

ইন্দ্রজিৎ সরকার এর ছড়া

ই ন্দ্র জি ৎ  স র কা র

উল্টো লিমেরিক

ভাবমু আমি যা খুশি তা নিয়া
পাহাড় কিংবা নদী
নারীও হয় যদি
তোমার অত লাভ কী বল জানিয়া
ভাবার স্বাধীনতা লও মানিয়া।

( লিমেরিকের ছন্দ কক খখ ক । কিন্তু এখানে বিপরীতক্রমে - ক খখ কক ব্যবহার করা হয়েছে ) 

( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )

 

Monday, April 27, 2015

কিংশুক ভট্টাচার্য্য -এর ছড়া

কিং শু ক  ভ ট্টা চা র্য্য

মেঝেতেই সংসার

পাশাপাশি ঠাসাঠাসি
তবু থাকি খাটটায়,
দশটা বাজার আগে 
শুয়ে পড়ি আটটায়।

ছেলে মেয়ে মাঝখানে
আমি বায়ে, বৌ ডানে।

সারারাত ঠ্যালাঠ্যালি
কে হারে  বা কে জেতে
ভোরেতে বৌ ও আমি
পড়ে থাকি মেঝেতে।

একদিন খাটটা 
ভেঙে হলো ছারখার,
দুয়ে দুয়ে চারজনে
মেঝেতেই কারবার।

( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )
 

Saturday, April 25, 2015

প্রান্তিক অরণ্য এর কবিতা

প্রা ন্তি ক  অ র ণ্য

দুঃখ দিয়েছে গোলাপ

যত দূর যাই, বাতাসে মেলে ধরি দৃষ্টি
সেখানে ফুটে থাকতে দেখি, বুলেটের বিরুদ্ধে বকুল।

আহত হতে হতে সন্ধ্যার সমূহ সীমারেখা ভুলে
তোমাকে চেয়েছি পেতে গোলাপের সুগন্ধে।

চোখের পাতায়, আছে অপেক্ষায়
জীবনের সুখ ও স্বাচ্ছন্দগুলো।
আমাকে খুঁজতে যাই স্বাপ্নহীনার অলিতে-গলিতে।
কিন্তু কীভাবে পাবো, এই আমাকে সমূহ অস্থিরতা ভেদ করে।

পুষ্পের পাশে, বসে আছি একা
কোন সুগন্ধী যাদু যাবে কি খেলে, আমার অস্তিত্বের ভেতর!
খুঁজতে থাকি ক্রমশ নিঃসঙ্গতায়...
আমার হারিয়ে যাওয়া গোলাপপুষ্পকে...


( সাহিত্যের ছোট কাগজ "বিরোধ"  ফেব্রুয়ারী ২০১৫ এ প্রকাশিত)
  

Friday, April 24, 2015

নিখিল নওশাদ এর কবিতা

নি খি ল  ন ও শা দ

ছবি
মৃত গাভীটির হাড়, হাড়ের বাংকার
জলজ শকুন, বায়বীয় কবি আর
 মৃত্যুর ঘ্রাণ শুঁকে বেঁচে থাকে
 অনাহারী মাছ। রুপোর চোখ

জলের জহুরী ভেঙে নির্মিত ফোয়ারায় 
মাংশাসী কীটের ছবি আঁকা শেষে
 পুনরাবির্ভূত ভ্যানগগ গেলেন পতিতা
 পাড়ায়।

রাষ্ট্র অমান্য করে ওপাড়ায় আঁকা আছে
 নিজস্ব ক্যানভাস-- "বিশ্বাস করো, আমার যোনির সাথে 
মগজের সম্পর্ক শুধুই যন্ত্রণার। 
শীৎকারের নয়...


   

Tuesday, April 21, 2015

অমিত রেজা চৌধুরী'র ছড়া


অ মি ত রে জা চৌ ধু রী
তোমার কাছে বাঁধা আছে
ভিতর ঘরের চাবি


তোমার মাঝে হাতছানি সুদূরের-
জোছনা যেথা অমীমাংসিত সাধ,
দমকা হাওয়ায় একচেটিয়া প্রেম,
বটের ঝুরির সভাকবি, মিলনের।

নিতাই পিয়ন দাঁড়িয়ে পত্র হাতে
চিঠির ভাজে সর্ষে-ক্ষেতের হাওয়া-
সমাপ্তীহীন-এমন চিঠি চাওয়ার
ও ভাই নিতাই, লুকিয়ে এসো রাতে।

তোমার দ্বিধায় সুশীলেরা অস্থির
আগুন-নাওয়ে ঘোরে পাড়া ধর্মের
পোড়ে সেতু, মহাকাশে ওড়ে ছাই
বিকাশ তোমার, প্রত্যাখানে ধীর।

ধুলায়, পরানে মিশে আছো আত্মীয়,
প্রেমের অধিক দেহভাষা নিয়ে,
এক ইঙ্গিতে হাজার তারা ফোটে-
দেহাতী মোর সালামখানি নিও।

একদিন সব ক্ষ্যাপা মাছরাঙার দল
ক্ষুধা ভুলে মাছের চোখে ভাসে
আমিও ভুলি নিজের পরিচয়
ঢেউয়ের চুড়ায়, শাসন টলমল।

একদিন হাত বাড়িয়ে প্রেমের শিস-
আমার সঙ্গে আমাদেরকেও নিস।

Sunday, April 5, 2015

তা ন ভী র  হো সে ন

স্লিপ কেটে পড়ে যায় ব্রীজ

ধনুকের সংজ্ঞা উল্টে দিয়েছে রেলপথ
যতবারই তাকে আলিঙ্গন করি
তোমার মতোই আমাদের মাথা ঠোঁট মিলে যায় খাপেখাপ

শুধু ওর হাত ধরে ছুটে গেলে
আমরা কলি থেকে ফুল হয়ে পড়ি

স্লিপ কেটে পড়ে যায় ব্রীজ ।





Tuesday, March 31, 2015

লাশেদের শহর


শহরটা অচেনা হয়ে গেল
কেউ আর বেঁচে নেই।
হাত কাটা
       পা-কাটা
             কান কাটা
                       কবন্ধ
                          গলিত লাশ...
সব মাড়িয়ে অস্ফুট যন্ত্রনা নিয়ে
ঘিনঘিন করা পাদুটোকে ঠেলে চলছি।

এ এক বিচিত্র শহর

ভবিষ্যৎ লাশেরা কাঁদা ছড়ায়
কিডনী খুলে খায় জীবন্ত পিশাচ;
চোখ তোলা - চোঁয়াল ভাঙা লাশেরা
মিছিলে -সমাবেশে - পিকেটিং এ।
পার্কে দোকানে হৃৎপিন্ড বিহীন;
স্থির চোখ আর শুকিয়ে যাওয়া রক্তাশ্রু
নিয়ে হেঁটে চলে কবিদের লাশ !

অনুভূতি ভোঁতা হয়ে গেছে

আজ থেকে আমিও জীবন্ত লাশ...