-->
Showing posts with label bograr kobita. Show all posts
Showing posts with label bograr kobita. Show all posts

Thursday, April 30, 2015

ফকরুল আহসান এর কবিতা

ফ ক রু ল আ হ সা ন
ক্ষমা প্রার্থনার কোন ভাষা

পাখি সব ঝরে গেছে, ফুলগুলি উড়ছে বাতাসে।
জলস্রোতে পাথরের পথ, বাষ্পীভূত সকল সঙ্গীত।

মনদেহ নিঃশব্দে বৃক্ষের মতো দাঁড়িয়ে
আর্তনাদ ভেসে আসে বহুদূরে উড়ন্ত পাখিদের।

বৃক্ষ ও পাখিদের কেউ নেই, পুষ্পগুচ্ছেও
ক্ষমা প্রার্থনার ভাষা নেই, আশা নেই।

( শিল্প চিন্তার ছোট কাগজ "বিবর" ৬ষ্ঠ বর্ষ ৪র্থ সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৪ এ প্রকাশিত )

Sunday, April 5, 2015

তা ন ভী র  হো সে ন

স্লিপ কেটে পড়ে যায় ব্রীজ

ধনুকের সংজ্ঞা উল্টে দিয়েছে রেলপথ
যতবারই তাকে আলিঙ্গন করি
তোমার মতোই আমাদের মাথা ঠোঁট মিলে যায় খাপেখাপ

শুধু ওর হাত ধরে ছুটে গেলে
আমরা কলি থেকে ফুল হয়ে পড়ি

স্লিপ কেটে পড়ে যায় ব্রীজ ।





Tuesday, March 31, 2015

লাশেদের শহর


শহরটা অচেনা হয়ে গেল
কেউ আর বেঁচে নেই।
হাত কাটা
       পা-কাটা
             কান কাটা
                       কবন্ধ
                          গলিত লাশ...
সব মাড়িয়ে অস্ফুট যন্ত্রনা নিয়ে
ঘিনঘিন করা পাদুটোকে ঠেলে চলছি।

এ এক বিচিত্র শহর

ভবিষ্যৎ লাশেরা কাঁদা ছড়ায়
কিডনী খুলে খায় জীবন্ত পিশাচ;
চোখ তোলা - চোঁয়াল ভাঙা লাশেরা
মিছিলে -সমাবেশে - পিকেটিং এ।
পার্কে দোকানে হৃৎপিন্ড বিহীন;
স্থির চোখ আর শুকিয়ে যাওয়া রক্তাশ্রু
নিয়ে হেঁটে চলে কবিদের লাশ !

অনুভূতি ভোঁতা হয়ে গেছে

আজ থেকে আমিও জীবন্ত লাশ...