ই ন্দ্র জি ৎ স র কা র
উল্টো লিমেরিক
ভাবমু আমি যা খুশি তা নিয়া
পাহাড় কিংবা নদী
নারীও হয় যদি
তোমার অত লাভ কী বল জানিয়া
ভাবার স্বাধীনতা লও মানিয়া।
( লিমেরিকের ছন্দ কক খখ ক । কিন্তু এখানে বিপরীতক্রমে - ক খখ কক ব্যবহার করা হয়েছে )
( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )
উল্টো লিমেরিক
ভাবমু আমি যা খুশি তা নিয়া
পাহাড় কিংবা নদী
নারীও হয় যদি
তোমার অত লাভ কী বল জানিয়া
ভাবার স্বাধীনতা লও মানিয়া।
( লিমেরিকের ছন্দ কক খখ ক । কিন্তু এখানে বিপরীতক্রমে - ক খখ কক ব্যবহার করা হয়েছে )
( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )
No comments:
Post a Comment