কিং শু ক ভ ট্টা চা র্য্য
পাশাপাশি ঠাসাঠাসি
তবু থাকি খাটটায়,
দশটা বাজার আগে
শুয়ে পড়ি আটটায়।
ছেলে মেয়ে মাঝখানে
আমি বায়ে, বৌ ডানে।
সারারাত ঠ্যালাঠ্যালি
কে হারে বা কে জেতে
ভোরেতে বৌ ও আমি
পড়ে থাকি মেঝেতে।
একদিন খাটটা
ভেঙে হলো ছারখার,
দুয়ে দুয়ে চারজনে
মেঝেতেই কারবার।
( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )
মেঝেতেই সংসার
পাশাপাশি ঠাসাঠাসি
তবু থাকি খাটটায়,
দশটা বাজার আগে
শুয়ে পড়ি আটটায়।
ছেলে মেয়ে মাঝখানে
আমি বায়ে, বৌ ডানে।
সারারাত ঠ্যালাঠ্যালি
কে হারে বা কে জেতে
ভোরেতে বৌ ও আমি
পড়ে থাকি মেঝেতে।
একদিন খাটটা
ভেঙে হলো ছারখার,
দুয়ে দুয়ে চারজনে
মেঝেতেই কারবার।
( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )
No comments:
Post a Comment