-->
Showing posts with label sahitto. Show all posts
Showing posts with label sahitto. Show all posts

Wednesday, May 13, 2015

এইচ আলিম এর কবিতা

ভালবাসার মুদ্রা
 ঘসেটি বেগম রাজি থাকলে,
হাত মিলিয়ে ষড়যন্ত্র করবো ।
চক্রান্তের চক্র দিয়ে,
যান্তিক পৃথিবী
চারশো বছর পিছিয়ে নিয়ে
বিনা রক্তপাতে উড়িষ্যা দখল নেবো
শাসক হয়ে চালু করবো ভালবাসার মুদ্রা।

* রবিউল আলম অশ্রু সম্পাদিত এক ফর্মার ফ্যান্টাসি "চাক" এর ১ম বর্ষ প্রথম সংখ্যা ফেব্রুয়ারি ২০১৫ এ প্রকাশিত*




Thursday, April 30, 2015

ফকরুল আহসান এর কবিতা

ফ ক রু ল আ হ সা ন
ক্ষমা প্রার্থনার কোন ভাষা

পাখি সব ঝরে গেছে, ফুলগুলি উড়ছে বাতাসে।
জলস্রোতে পাথরের পথ, বাষ্পীভূত সকল সঙ্গীত।

মনদেহ নিঃশব্দে বৃক্ষের মতো দাঁড়িয়ে
আর্তনাদ ভেসে আসে বহুদূরে উড়ন্ত পাখিদের।

বৃক্ষ ও পাখিদের কেউ নেই, পুষ্পগুচ্ছেও
ক্ষমা প্রার্থনার ভাষা নেই, আশা নেই।

( শিল্প চিন্তার ছোট কাগজ "বিবর" ৬ষ্ঠ বর্ষ ৪র্থ সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৪ এ প্রকাশিত )

Sunday, April 5, 2015

তা ন ভী র  হো সে ন

স্লিপ কেটে পড়ে যায় ব্রীজ

ধনুকের সংজ্ঞা উল্টে দিয়েছে রেলপথ
যতবারই তাকে আলিঙ্গন করি
তোমার মতোই আমাদের মাথা ঠোঁট মিলে যায় খাপেখাপ

শুধু ওর হাত ধরে ছুটে গেলে
আমরা কলি থেকে ফুল হয়ে পড়ি

স্লিপ কেটে পড়ে যায় ব্রীজ ।





Tuesday, March 31, 2015

লাশেদের শহর


শহরটা অচেনা হয়ে গেল
কেউ আর বেঁচে নেই।
হাত কাটা
       পা-কাটা
             কান কাটা
                       কবন্ধ
                          গলিত লাশ...
সব মাড়িয়ে অস্ফুট যন্ত্রনা নিয়ে
ঘিনঘিন করা পাদুটোকে ঠেলে চলছি।

এ এক বিচিত্র শহর

ভবিষ্যৎ লাশেরা কাঁদা ছড়ায়
কিডনী খুলে খায় জীবন্ত পিশাচ;
চোখ তোলা - চোঁয়াল ভাঙা লাশেরা
মিছিলে -সমাবেশে - পিকেটিং এ।
পার্কে দোকানে হৃৎপিন্ড বিহীন;
স্থির চোখ আর শুকিয়ে যাওয়া রক্তাশ্রু
নিয়ে হেঁটে চলে কবিদের লাশ !

অনুভূতি ভোঁতা হয়ে গেছে

আজ থেকে আমিও জীবন্ত লাশ...

Tuesday, May 4, 2010

Krorpotro- Kazi Rob (kobita)

KvRx ie

(Rb¥t 13 Rvbyqvwi 1947, g„Zz¨t 30 GwcÖj 1996)

†µvocÎ

wKgvKvi AÜKvi mvabvi wbh©vm g„Zz¨i mš—vb,

njy` †Mvjvc KZ Ki“Y, Avgvi cÖej cÖv_©bv-

Zgv‡ji Wv‡j Wv‡j Av¸‡bi GKvš— kh¨vq Zzwg

Av‡iv KZ Kv‡Q Zzwg-Avwg †h `~wf©‡¶i KvQvKvwQ|

Avgvi `y‡PvL †M‡Q, †Zvgv‡K cvBwb Avwg Luy‡R

†Kv_vq _v‡Kv, †Kb _v‡Kv, †W‡KwQ wK KL‡bv-

Avnv my`ywiKv, †gvnb evZv‡m Zzwg kvk¦Z cvj

wbiš—i ¯ú‡k© Gu‡K hvI myZxeª cÖ‡j‡ci ¯^v`,

†Zvgvi †`‡ni cv‡k Avwg GK AbyZvc ¯—e,

KZw`b wd‡i †MwQ †Zvgvi `yqvi †_‡K `»cÖvY,

Ag¡inxb mey‡Ri mgv‡ivn Zzwg ïay _v‡K eZ©gvb|