ছক
নজরেই ওয়াজিব করেছো ভালবাসা,
জলে তেলে ধয়া তরুণি তুমি
আআকে টানো আয়নিক বন্ধনের ন্যায়।
জিন্স অ টি-শার্টের স্টিচগুলো খুলে যায় ক'রে স্মার্ট হও
দর্শন করেছি, তুমি ছলচাতুরি জিপার দিয়ে আটকে রাখো
অত্যাধুনিক মেয়ে হয়েও তোমার
ঠোঁট ফসকে বের হয় না লকলকে নয়ছয় হাসি ।
সুলুক্সন্ধানঃ মোমের মতো গলতে চাও বলে আগুন খুঁজছো...
* রবিউল আলম অশ্রু সম্পাদিত এক ফর্মার ফ্যান্টাসি "চাক" এর ১ম বর্ষ প্রথম সংখ্যা ফেব্রুয়ারি ২০১৫ এ প্রকাশি
নজরেই ওয়াজিব করেছো ভালবাসা,
জলে তেলে ধয়া তরুণি তুমি
আআকে টানো আয়নিক বন্ধনের ন্যায়।
জিন্স অ টি-শার্টের স্টিচগুলো খুলে যায় ক'রে স্মার্ট হও
দর্শন করেছি, তুমি ছলচাতুরি জিপার দিয়ে আটকে রাখো
অত্যাধুনিক মেয়ে হয়েও তোমার
ঠোঁট ফসকে বের হয় না লকলকে নয়ছয় হাসি ।
সুলুক্সন্ধানঃ মোমের মতো গলতে চাও বলে আগুন খুঁজছো...
* রবিউল আলম অশ্রু সম্পাদিত এক ফর্মার ফ্যান্টাসি "চাক" এর ১ম বর্ষ প্রথম সংখ্যা ফেব্রুয়ারি ২০১৫ এ প্রকাশি
No comments:
Post a Comment