-->

Thursday, May 21, 2015

মাসুদ খান এর ছড়া

রাজধানী

আমলিগোলার গোলাপপানি
নবাবপুরের বাখরখানি
হাজিসাবের বিরিয়ানি
চলো গিয়ে কিনে আনি।


বাদামতলির বাদামভাজা
গরম-গরম টাটকা তাজা
দিনদুপুরে ঠগ-কারবার
চলছে হাজার মগের বাজার।

ধানমণ্ডির ধানের গোলা
দিনে দিনে ফাঁপা-ফোলা
কোত্থেকে এক নড়েভোলা
ছুড়ে মারে আগুন-গোলা।

পোস্তগোলার পোংটা পোলা
দ্রব্যগুণে ‘হক-মওলা!’
 কল্যাণপুর? কল্যাণী রায়
বনবাসে বনানী যায়।

হাতিরঝিলের জোনাক-জ্বলা
ঝিলের ধারে কথাবলা
তোতাসহ হরেকবোলা
মজমা জমায় নামিয়ে ঝোলা।

রাজারবাগে রাজার দাপট
কাঁটাবনে পাখির ঝাপট
পিলখানাতে পাগলা হাতি
ভূতের গলির ভৌতবাতি।

ধোলাই মেশিন ধোলাইখালে
জিঞ্জিরাতে নতুন চালে
নকল জিনিশ তৈরি-কালে
খাচ্ছে ধরা গোলেমালে।

নীলখেতের নীলের চাষী
খিলখেতের ঝর্না মাসি
প্রতিবছর চরম শীতে
গাব খেতে যায় গাবতলিতে।

বহুদূরে কামারজানি
সেইখানকার রত্না রানি
সংসারে তার টানাটানি
ভাগ্যদোষে রাজার ধানী।

শ্যাওড়াপাড়ার ক্যাওড়া ভূতে
ওমর ওঝার এক ঝাড়ুতে
পালিয়ে যায় ভাসানটেকে
ওঝা বলে, “কেমন ঠেকে?”

মতিঝিলের ছন্নমতি
মতি মিয়ার ভীমরতি
ক্রমেই নাকি ঊর্ধ্বগতি
নাই যে কোনো ছেদ-যতি।

বুড়িগঙ্গার ময়লা পানি
জলজ প্রাণীর ছটফটানি
নগরবাসীর হাঁসফাঁসানি
এসব নিয়েই এ-রাজধানী।

নগরপিতার ধানাইপানাই
সবকিছু তো আছে জানাই।

Saturday, May 16, 2015

মলয় রায় চৌধুরী - এর কবিতা

নেই কিন্তু ছিল
সেই লাল ল্যাঙোট দুদিক থেকে ফিতে দিয়ে কোমরে বাঁধা
আর সামনে দিকে লম্বা পাড় লাল নীল হ্লুদ সবুজ যে রঙ চাই
লিঙ্গকে বেকাবু হওয়া থেকে বাঁচাবার জন্য
লম্বাআআআআ খোলের ভেতর ভাঁজ-ভাঁজ টাকা
টাকাগুলো ঠেশে কুঁচকির মাঝে
যাতে অন্য লোকেরা মনে করে
উরিব্বাপ কোন পাড়ার চাঁদু
কী সাইজ রে
আসলে নেই -- লিঙ্গই নেই লোক্তার সিনেমার লাইনে
মারামারি করতে হবে আলিয়া ভাটকে পর্দায় পেতে
গায়ে সর্ষের তেল মেখে ভিরে সেঁদিয়ে যাবার পেছল--
দাদা এটা আলিয়া ভাটের ফিল্ম নয়-- কারিনা কাপুরের--
তো কী হয়েছে, যাঁহা আলিয়া তাঁহা কারিনা, তারা তো পর্দায়--
আসলে তো ল্যাঙোট রয়েছে ডোডোপাখি
ভয় পেতে হলে ডায়নোসর, লম্বাআআআআ গলা
ঠেকাবেন কি করে, কী আর করা যাবে বলুন !
ফসিল তো আছে! লাল ল্যাঙোটের জীবাশ্ম !

*সাহিত্যের ছোট কাগজ "বিরোধ"  ফেব্রুয়ারী ২০১৫ এ প্রকাশিত
















https://www.onlinecasino.us/let-it-ride/

Friday, May 15, 2015

সতেজ মাসুদ এর কবিতা

ছক
নজরেই ওয়াজিব করেছো ভালবাসা,
জলে তেলে ধয়া তরুণি তুমি
আআকে টানো আয়নিক বন্ধনের ন্যায়।

জিন্স অ টি-শার্টের স্টিচগুলো খুলে যায় ক'রে স্মার্ট হও
দর্শন করেছি, তুমি ছলচাতুরি জিপার দিয়ে আটকে রাখো
অত্যাধুনিক মেয়ে হয়েও তোমার
ঠোঁট ফসকে বের হয় না লকলকে নয়ছয় হাসি ।

সুলুক্সন্ধানঃ মোমের মতো গলতে চাও বলে আগুন খুঁজছো...

* রবিউল আলম অশ্রু সম্পাদিত এক ফর্মার ফ্যান্টাসি "চাক" এর ১ম বর্ষ প্রথম সংখ্যা ফেব্রুয়ারি ২০১৫ এ প্রকাশি

Wednesday, May 13, 2015

এইচ আলিম এর কবিতা

ভালবাসার মুদ্রা
 ঘসেটি বেগম রাজি থাকলে,
হাত মিলিয়ে ষড়যন্ত্র করবো ।
চক্রান্তের চক্র দিয়ে,
যান্তিক পৃথিবী
চারশো বছর পিছিয়ে নিয়ে
বিনা রক্তপাতে উড়িষ্যা দখল নেবো
শাসক হয়ে চালু করবো ভালবাসার মুদ্রা।

* রবিউল আলম অশ্রু সম্পাদিত এক ফর্মার ফ্যান্টাসি "চাক" এর ১ম বর্ষ প্রথম সংখ্যা ফেব্রুয়ারি ২০১৫ এ প্রকাশিত*




Friday, May 1, 2015

চন্দন কৃষ্ণ পাল এর ছড়া

চ ন্দ ন কৃ ষ্ণ পা ল
তার ইচ্ছে


তার ইচ্ছেতেই সব কিছু হয়, হবে-
তার ইচ্ছেতেই সবাই কথা কবে।
তার ইচ্ছেটাই আইন
না মানলে ফাইন।
ফাইন মানে সেনার হাতে ধরা
ফাইন মানে পিটুন খেয়ে মরা।

( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )

Thursday, April 30, 2015

ফকরুল আহসান এর কবিতা

ফ ক রু ল আ হ সা ন
ক্ষমা প্রার্থনার কোন ভাষা

পাখি সব ঝরে গেছে, ফুলগুলি উড়ছে বাতাসে।
জলস্রোতে পাথরের পথ, বাষ্পীভূত সকল সঙ্গীত।

মনদেহ নিঃশব্দে বৃক্ষের মতো দাঁড়িয়ে
আর্তনাদ ভেসে আসে বহুদূরে উড়ন্ত পাখিদের।

বৃক্ষ ও পাখিদের কেউ নেই, পুষ্পগুচ্ছেও
ক্ষমা প্রার্থনার ভাষা নেই, আশা নেই।

( শিল্প চিন্তার ছোট কাগজ "বিবর" ৬ষ্ঠ বর্ষ ৪র্থ সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৪ এ প্রকাশিত )

Tuesday, April 28, 2015

ইন্দ্রজিৎ সরকার এর ছড়া

ই ন্দ্র জি ৎ  স র কা র

উল্টো লিমেরিক

ভাবমু আমি যা খুশি তা নিয়া
পাহাড় কিংবা নদী
নারীও হয় যদি
তোমার অত লাভ কী বল জানিয়া
ভাবার স্বাধীনতা লও মানিয়া।

( লিমেরিকের ছন্দ কক খখ ক । কিন্তু এখানে বিপরীতক্রমে - ক খখ কক ব্যবহার করা হয়েছে ) 

( ছড়া'র কাগজ "ছন্দ" ফেব্রুয়ারী ২০০৩ এ প্রকাশিত )