-->

Friday, April 24, 2015

নিখিল নওশাদ এর কবিতা

নি খি ল  ন ও শা দ

ছবি
মৃত গাভীটির হাড়, হাড়ের বাংকার
জলজ শকুন, বায়বীয় কবি আর
 মৃত্যুর ঘ্রাণ শুঁকে বেঁচে থাকে
 অনাহারী মাছ। রুপোর চোখ

জলের জহুরী ভেঙে নির্মিত ফোয়ারায় 
মাংশাসী কীটের ছবি আঁকা শেষে
 পুনরাবির্ভূত ভ্যানগগ গেলেন পতিতা
 পাড়ায়।

রাষ্ট্র অমান্য করে ওপাড়ায় আঁকা আছে
 নিজস্ব ক্যানভাস-- "বিশ্বাস করো, আমার যোনির সাথে 
মগজের সম্পর্ক শুধুই যন্ত্রণার। 
শীৎকারের নয়...


   

No comments:

Post a Comment