-->

Tuesday, April 21, 2015

অমিত রেজা চৌধুরী'র ছড়া


অ মি ত রে জা চৌ ধু রী
তোমার কাছে বাঁধা আছে
ভিতর ঘরের চাবি


তোমার মাঝে হাতছানি সুদূরের-
জোছনা যেথা অমীমাংসিত সাধ,
দমকা হাওয়ায় একচেটিয়া প্রেম,
বটের ঝুরির সভাকবি, মিলনের।

নিতাই পিয়ন দাঁড়িয়ে পত্র হাতে
চিঠির ভাজে সর্ষে-ক্ষেতের হাওয়া-
সমাপ্তীহীন-এমন চিঠি চাওয়ার
ও ভাই নিতাই, লুকিয়ে এসো রাতে।

তোমার দ্বিধায় সুশীলেরা অস্থির
আগুন-নাওয়ে ঘোরে পাড়া ধর্মের
পোড়ে সেতু, মহাকাশে ওড়ে ছাই
বিকাশ তোমার, প্রত্যাখানে ধীর।

ধুলায়, পরানে মিশে আছো আত্মীয়,
প্রেমের অধিক দেহভাষা নিয়ে,
এক ইঙ্গিতে হাজার তারা ফোটে-
দেহাতী মোর সালামখানি নিও।

একদিন সব ক্ষ্যাপা মাছরাঙার দল
ক্ষুধা ভুলে মাছের চোখে ভাসে
আমিও ভুলি নিজের পরিচয়
ঢেউয়ের চুড়ায়, শাসন টলমল।

একদিন হাত বাড়িয়ে প্রেমের শিস-
আমার সঙ্গে আমাদেরকেও নিস।

No comments:

Post a Comment