-->

Saturday, April 25, 2015

প্রান্তিক অরণ্য এর কবিতা

প্রা ন্তি ক  অ র ণ্য

দুঃখ দিয়েছে গোলাপ

যত দূর যাই, বাতাসে মেলে ধরি দৃষ্টি
সেখানে ফুটে থাকতে দেখি, বুলেটের বিরুদ্ধে বকুল।

আহত হতে হতে সন্ধ্যার সমূহ সীমারেখা ভুলে
তোমাকে চেয়েছি পেতে গোলাপের সুগন্ধে।

চোখের পাতায়, আছে অপেক্ষায়
জীবনের সুখ ও স্বাচ্ছন্দগুলো।
আমাকে খুঁজতে যাই স্বাপ্নহীনার অলিতে-গলিতে।
কিন্তু কীভাবে পাবো, এই আমাকে সমূহ অস্থিরতা ভেদ করে।

পুষ্পের পাশে, বসে আছি একা
কোন সুগন্ধী যাদু যাবে কি খেলে, আমার অস্তিত্বের ভেতর!
খুঁজতে থাকি ক্রমশ নিঃসঙ্গতায়...
আমার হারিয়ে যাওয়া গোলাপপুষ্পকে...


( সাহিত্যের ছোট কাগজ "বিরোধ"  ফেব্রুয়ারী ২০১৫ এ প্রকাশিত)
  

No comments:

Post a Comment