শি ব লী মো ক তা দি র
বাবা! ইনারা সব ভ্যাটান মানুষ
আগুন বলে অন্ধ রাগে
বাতাস ব্যাটার খবর-কী -রে?
কোত্থেকে সব আনছে উড়ে
বিষ-মাখা প্রেম সোনার তীরে।
বাতাস একটু ছ্যাবলা টাইপ
চরিত্র-খান হিজড়ে রুপী
পানি মামার মতোই সে-তার
স্কন্ধে রাখে- ব্যস্ত টুপী।
পানির কথা উঠলো যখন
মানুষ তাহার সঙ্গে রাখো
নির্বাচনে যেমন বলে,
জিতলে দেবো বাঁশের সাঁকো।
এই মানুষের জন্যে বৃথায়
উচ্চাবচ হচ্ছে ভূমি
মরু, পাহাড় কিংবা সাগর
ভ্রমণ যেথা করবে তুমি।
সামান্য আজ এইটুকু থাক
এই ইনাদের কান্ডবলী
প্রকাশ করে মরবো নাকি?
লিখবে সুমন গানের কলি!
বাবা! ইনারা সব ভ্যাটান মানুষ
আগুন বলে অন্ধ রাগে
বাতাস ব্যাটার খবর-কী -রে?
কোত্থেকে সব আনছে উড়ে
বিষ-মাখা প্রেম সোনার তীরে।
বাতাস একটু ছ্যাবলা টাইপ
চরিত্র-খান হিজড়ে রুপী
পানি মামার মতোই সে-তার
স্কন্ধে রাখে- ব্যস্ত টুপী।
পানির কথা উঠলো যখন
মানুষ তাহার সঙ্গে রাখো
নির্বাচনে যেমন বলে,
জিতলে দেবো বাঁশের সাঁকো।
এই মানুষের জন্যে বৃথায়
উচ্চাবচ হচ্ছে ভূমি
মরু, পাহাড় কিংবা সাগর
ভ্রমণ যেথা করবে তুমি।
সামান্য আজ এইটুকু থাক
এই ইনাদের কান্ডবলী
প্রকাশ করে মরবো নাকি?
লিখবে সুমন গানের কলি!
No comments:
Post a Comment